মহল মার্কেট ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২১ শে ডিসেম্বর রাতে নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহল শপিং কমপ্লেক্সের সত্ত্বাধিকারী মোঃ জসিম উদ্দীন আহমদ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, রাশেদ ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল বাসেত (জাফর), টেরিবাজারস্থ মদিনা শপিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হাজী মুহাম্মদ ওসমান, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দীন সিআইপি, মহল মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোঃ শাহ আলম, রবিউল আলী, জহুর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি গোল দস্তগীর ফারুকী, উত্তরা ব্যাংক লালদিঘী শাখার ব্যবস্থাপক কৃষিবিদ মাধব মজুমদার, সমিতির উপদেষ্টা সমিতির প্রধান নির্বাচন কমিশনার আবদুল্লাহ মোঃ আবু আলম, যুগ্ম কমিশনার বিধান বড়ুয়া।
এতে উপস্থিত ছিলেন মহল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ নবীর ইসলাম মিন্টু, সহ সভাপতি গৌতম দে, সহ সাধারণ সম্পাদক মোঃ আজিজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর রায়হান রাজু, সহ সাংগাঠনিক সম্পাদক মোঃ সেলিম উদ্দীন খোকন, অর্থ সম্পাদক মুহাম্মদ মঈনুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মোঃ জসিম উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ নাঈম উদ্দীন, সহ প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ধর্ম সম্পাদক মোঃ শহীদুল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ কামাল উদ্দীন, আইন সম্পাদক মোঃ আবদুল শুক্কুর (সায়েম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফোরকান, কার্যকরী সদস্য মোঃ ফোরকান (মাঝু), মোঃ মোরশেদ আলম, মোঃ মনজু, মোঃ. হাবিবুর রহমান। এছাড়া উক্ত সভায় পুরাতন গীর্জা ব্যবসায়ী সমিতি ও ইসলামাবাদ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অধ্যাপক মিল্টন কুমার নাথ। সভার শুরুতে সমিতির প্রয়াত সকল নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য সমিতির নেতৃবৃন্দকে আজাদী পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, ছোট ছোট উদ্যোগ যদি মহতি হয় একদিন তা তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। আমরা অনেক সময় পরিবর্তনকে ভয় পাই। কিন্তু পরিবর্তনশীলতা আমাদের জীবনের অংশ। প্রতিদ্বন্ধীতা ছাড়া কোন জয়ই আসলে মূল জয় হিসেবে পরিগণিত হয় না। তিনি বলেন, সমাজকে এগিয়ে নিতে আমাদেরকে প্রজন্মের কথা শুনতে হবে। প্রজন্মের ভাবনা, চিন্তা, চেতনা, পরিকল্পনা, উদ্যোগ ও দেশপ্রেমগুলোকে কাজে লাগাতে হবে। কেননা তরুণ প্রজন্মই সমাজ কিংবা দেশ এগিয়ে নেয়ার হাতিয়ার হিসেবে কাজ করে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারাও ব্যবসার পাশাপাশি আপনাদের সম্মিলিত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী মানবসেবায় অবদান রাখুন। নিজেদের মধ্যে ঐক্য, বিশ্বাস ও মর্যাদার সমতা নিশ্চিত করুন। নিজেদের সমস্ত সুখ দুঃখে নিজেরা আন্তরিকতার সাথে এগিয়ে আসুন। সভার শুরুতে নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে লিখিত শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি ওয়াহিদ মালিক।
এছাড়া সংগঠনের উপদেষ্টা বর্তমান, সাবেক নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দকে সম্মানানা স্মারক প্রদান করা হয়। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান মহল মার্কেট ব্যবসায়ী সমিতির বিদ্যুৎ সমস্যা, ভ্যাট, ট্যাক্সসহ বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভার সভাপতি নুরুল আলম বলেন, সমিতির ছোটখাট সকল সমাধান করে সকলের সম্মিলিত প্রয়াসে আমরা সমিতির অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব। প্রেস বিজ্ঞপ্তি।











