ছোট ছোট উদ্যোক্তাদের সহযোগিতা করতে হবে

চন্দনাইশে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার বলেছেন, দেশের তরুণ শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব। ছোট ছোট উদ্যোক্তাদের সহযোগিতা করতে হবে যাতে তারা সফলতা অর্জন করতে পারে। তিনি বলেন, যে উন্নয়নে মানুষ উপকৃত হবে না, সেইটা আমরা চাই না। রেড চিটাগং ও পার্বত্য অঞ্চলের মুরগির জাত রক্ষা করে দেশের পুষ্টি চাহিদা পূরণে কাজ করতে হবে। হালদা নদীতে মাছ শিকার হয় না, পোনা উৎপাদন হয়। সেখানে রুই, কাতলা, মৃগেল জাতীয় মাছের পোনা সংগ্রহ করে সারাদেশে উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, এ অঞ্চলে উৎপাদিত সবজি পরিবহনের সুবিধার্থে চট্টগ্রামদোহাজারী লাইনে একটি অতিরিক্ত বগি বাড়ানো যায় কিনা তা নিয়ে রেল মন্ত্রণালয়ের সাথে আলোচনার কথা বলেন তিনি।

তিনি গতকাল শনিবার বেলা ১১টায় চন্দনাইশ উপজেলা মিলনায়তনে স্বপ্নবিলাস বিদ্যানিকেতন ও চন্দনাইশ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘নবচিন্তা’ তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এসময় তিনি বলেন, গত বছরের জুলাইয়ে তরুণেরা সারা বাংলাদেশকে উত্তাল করে দীর্ঘ বছরের অপশাসন, অন্যায়, অবিচার থেকে এদেশকে রক্ষা করেছেন। দীর্ঘ বছরেও অন্যরা যা পারেনি তরুণরা তা করে দেখিয়েছেন। সে আন্দোলনে মেয়েরা অনেক বেশি এগিয়ে এসেছিলেন। আগামীতে আমাদের তরুণদের যাতে আর প্রাণ দিতে না হয়, আবার তারা যেন রাস্তা থেকে সরে না যায় তার জন্য আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদ গেলেও সবকিছু এখনো ঠিক হয়নি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, অধ্যাপক ওমর ফারুক, এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, জামায়াত নেতা ড. শাহাদাৎ হোসেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক শাহজাদা হাসান আলী, চন্দনাইশ সমিতির সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, কর্পোরেট ব্যক্তিত্ব মোফাচ্ছেল হক প্রমুখ। একইদিন দুপুর আড়াইটার সময় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য উপদেষ্টা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর চট্টগ্রামের পরিচালক ড. মো. আতিয়ার রহমান, বিভাগীয় মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিচালক মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হোসেন বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ শিক্ষার্থীর সাফল্য
পরবর্তী নিবন্ধসরু সড়কে অতিরিক্ত গাড়ির চাপ, ভোগান্তি