ছোট ও বড়দের জন্য ক্বণন’র আবৃত্তি শিক্ষণ কর্মশালা কাল

| বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০৩ পূর্বাহ্ণ

ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের আয়োজনে শিশুকিশোর (৩য়৮ম শ্রেণি) ও বড়দের (৯ম শ্রেণিতদুর্দ্ধ ও পেশাজীবী) বাংলা শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষণ কর্মশালা আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে।

ক্বণন’র চল্লিশ বছর পূর্তি উদযাপনের অংশ হিসাবে অনুষ্ঠেয় এই বিশেষ আবৃত্তি শিক্ষণ কর্মশালায় পৃথকভাবে বিকাল তিনটা থেকে ছোটদের এবং সাড়ে চারটা থেকে বড়দের এই প্রশিক্ষণ প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামীকাল শুক্রবার বিকাল ৩ টায় চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তন (৪ তলা) থেকে ফরম সংগ্রহ ও জমা দিয়ে কর্মশালায় নাম অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। প্রয়োজনীয় তথ্য জানার জন্যে ০১৭৯৩০৯৭২৬৩, ০১৮৫৪২৪৬৮২৬, ০১৮৪৬৬১৬৪৫২ ও ০১৮২৮৩৮০৭০৭ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, কবিতা বোঝা, আবৃত্তি, কণ্ঠশীলন, স্বরমাধুর্য বৃদ্ধি, মাইক্রোফোনের ব্যবহার, অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ইউনিয়নে গ্রাম আদালত পুনঃ সক্রিয়করণে কর্মশালা
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে ক্যাশ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স