ছোট্ট শিশু মনে ছিলো
স্বপ্ন কতো শতো,
ঘাতক বুলেট বিঁধিয়ে দিলো
রক্ত শুধুই রক্ত।
দুরন্তপনার সঙ্গীসাথী
ছিলো বাইসাইকেল,
শেখ পরিবার মাতিয়ে রাখতো
প্রাণবন্ত রাসেল।
কী অপরাধ ছিলো যে তার
প্রাণটা নিলো কেড়ে,
একমাত্র অপরাধ সে
শেখ মুজিবের ছেলে।
হয়তো জাতি পেতো আরেক
মহামহিম নেতা,
বাংলাদেশের ইতিহাস তবে
পেতো পূর্ণতা।।