ছোট্ট সোনার গ্রামটা আমার

করুণা আচার্য | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীর পাড়ে আমার ছোট্ট সোনার গ্রাম

সারা বাংলায় ছড়িয়ে আছে অজস্র সুনাম।

কালুরঘাট বেতার কেন্দ্র ও হালদার বাহার

আকাশ ঘেষে দাঁড়িয়ে আছে বাণিজ্য পাহাড়।

নদীর শোভায় বয়ে চলে খাল, নালা, বিল, পুকুর

আরো আছে স্কুল কলেজ মাদ্রাসায় ভরপুর।

মায়ার বাঁধন ঘরে ঘরে সম্প্রীতিতে ভরা

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান এক আত্মাতেই গড়া।

মাঠে মাঠে সোনার ফসল স্নিগ্ধ ছায়ার বন

রাখাল মাঝি গানের সুরে ভরিয়ে তোলে মন।

পাখপাখালি নদীর ধারে কিচিরমিচির করে

সন্ধ্যা হলে প্রাণের মায়ায় ফিরে আপন ঘরে।

পৌষ পার্বণ আর খেলাধুলায় চলে মিলন মেলা

সুখেদুখে আপন স্নেহে কাটায় জীবন ভেলা।

ছোট্ট সোনার গ্রামটা আমার শান্ত প্রিয় নীড়

হেসে খেলে রাঙিয়ে তুলি কর্ণফুলীর তীর।

পূর্ববর্তী নিবন্ধপাখি
পরবর্তী নিবন্ধধ্বংসের প্রান্তে দাঁড়িয়ে