ছোট্ট ছেলে রাসেল

গৌতম কানুনগো | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

সোনার ছেলে মিষ্টি ছেলে

ছোট্ট রাসেল সোনা

তাকে নিয়ে অনেক রকম

স্বপ্ন হতো বোনা।

ছোট্ট রাসেল ভাবতো মনে

হবে বাবার মতো

স্বপ্নগুলো তার মনে রোজ

খেলতো অবিরত।

শেখ মুজিবুর সাহসী আর

ছিলেন দৃঢ়চেতা

তাঁর মতো আর মানুষ মেলে?

তিনিই সবার নেতা।

এমন বাবার ছেলে রাসেল

কোমল কচি মন

সারা বাড়ির উঠোন জুড়ে

খেলতো সারাক্ষণ।

এমন প্রিয় সেই ছেলেটা

পঁচাত্তরের রাতে

শহিদ হলো বিপথগামী

হিংস্র পশুর হাতে।

পূর্ববর্তী নিবন্ধউমাপ্রসাদ মুখোপাধ্যায় : সাহিত্যিক ও পরিব্রাজক
পরবর্তী নিবন্ধএক জীবনে একবার মানুষ ভাবো