আমায় মনে করে যদি তোমার চোখে
জল না আসে,
তবে ভেবে নিও, আমি তোমার নই।
হয়তো, ছিলেমও না কোনদিন।
আয়নায় দাঁড়িয়ে যদি নিজেকে না–ই সাজাও
তবে জেনে নিও–
তুমি আমার নিয়ে ভাবো নি কোন কিছুই।
অথবা আমিই হয়তো ভাবিনি।
যদি কখনও ভুল করেও মনে পড়ে আমায়!
তবে জেনে নিও–
আমায় হয়তো দূরে সরিয়ে দিতে পারছো না।
নিজের করে না হোক,
অন্তত– মনে পড়ার জন্য মনে রেখো।
এটুকুই ছোট্ট চাওয়া।







