ছোট্ট আমার ভাই

আলমগীর কবির | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

ছোট্ট আমার ভাই আছে এক

দেয় সে মধুর যন্ত্রণা,

সাজতে হয় রোজ টাট্টুঘোড়া

বায়না ধরে জোড়া জোড়া!

আমি তো তার একমাত্র ভাই

কোনো রোবট যন্ত্র না!

বাবার আদর মায়ের আদর

মন ভরে কি অল্পতে?

সব আদর সে পেয়ে থাকে

মায়াবী মুখে চেয়ে থাকে!

সে যেন এক চাঁদের টুকরা

দাদীর বলা গল্পতে!

ছোট্ট একটা পাখি যেন

আদরের মৌটুসী সে,

সুখের ডানায় ভাসতে থাকে,

ঝিলমিলিয়ে হাসতে থাকে!

পূর্ববর্তী নিবন্ধপদ্ম দিঘি
পরবর্তী নিবন্ধহেমন্ত