গাউসিয়া কমিটি টেকনাফ উপজেলার সভাপতি, টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মুহাম্মদ ছৈয়দ হোসাইন (৬৫) নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে..
..রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের ১ম নামাজে জানাজা গত ২ বুধবার বিকেল ৪ টায় মহিউচ্ছুন্নাহ বালিকা মাদ্রাসা মাঠে এবং ২য় জানাযা বাদে আছর লেঙ্গুরবিল আল জামিয়া আল ইমদাদিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে গাউসিয়া কমিটি চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, আলমগীর ইসলাম বঈদী, প্রমুখ শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












