ফটিকছড়িতে অবৈধ বালির ট্রাকের চাপায় মোহাম্মদ তাহিম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে বালির ট্রাকের মালিককে বাঁচানোর জন্য ছেলে ছাদ থেকে পরে মারা গেছে এমন তথ্য দিয়ে বেড়াচ্ছে শিশুটির পিতা মো. কামাল। যদিও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় গিয়ে খোঁজ নেওয়ার পর আসল ঘটনা বেরিয়ে আসে।
শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউপির ৩নং ওয়ার্ডের হলিপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ তাহিম একই এলাকার কৃষক মো: কামালের ছেলে। তার এক মেয়ে এবং এক ছেলে।
এ ব্যাপারে শিশুটির বাবা মো: কামাল বলেন- সকাল ৮টার দিকে বাড়িতে বালির গাড়ি চাপায় এ ঘটনা ঘটে। গাড়ির মালিক আমাদের সাবেক মেম্বার বাবুল। যেহেতু একই এলাকার মানুষ, তাই সবাই বলেছে কিছু একটা করে সমাধান করে দিবে। এজন্য ছাদ থেকে পড়ে মারা গেছে বলেছি সবাইকে।
এ ব্যাপারে নিহত শিশুর নানি আনোয়ারা বলেন- সকাল ৯টার দিকে আমার মেয়ে কান্না করে করে ফোনে জানায় আমার নাতিকে বালির ট্রাক পিষে দিয়েছে। কে বলেছে আমার নাতি ছাদ থেকে পড়েছে? এসব মিথ্যা বলে কারা? বালির ট্রাককে বাঁচাতে চায় তারা, আমরা সবাই আসতেছি, নেতা কেতা আমারও আছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরেফিন আজিম বলেন- সকাল ১১টার দিকে স্থানীয়রা ছাদ থেকে শিশুটি পড়ে যায় বলে মেডিক্যাল নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জানতে পারি ছেলেটিকে বালির ট্রাক পৃষ্ট করেছে। পরে থানায় লাশ হস্তান্তর করি।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার এএআই নুরুল বলেন- খবর পেয়ে আমরা হাসপাতালে যায়। তখন তারা আমাদের ছাদ থেকে পড়েছে বলে ভুল তথ্য দেয়, পরে জানতে পারি বালির ট্রাকের চাপায় শিশুটি মারা যায়। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।