চন্দনাইশে মোহাম্মদ শামসু মিয়া (৭৮) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া এলাকার বরুমতি খালের পাশে একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। শামসু মিয়া একই এলাকার মৃত আফজল মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুরের কাজ করতেন বলে জানা যায়।
চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী জানান, চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া এলাকার শাইর মোহাম্মদপাড়ায় বরুমতি খালের পাশে একটি ক্ষেতে লাশটি পড়েছিল।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের সহায়তায় তিনি গাউছিয়া কমিটি বাংলাদেশের চন্দনাইশ মানবিক টিমের সদস্যদের নিয়ে লাশটি উদ্ধার করেন। পরবর্তীতে লাশটি পুলিশের নিকট হস্তান্তর করেন। তিনি জানান, ওই ব্যক্তি স্থানীয় মৃত আফজল মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক এবং দিনমজুরের কাজ করতেন। লাশের কোমরে একটি মোবাইল ফোন, পাশে কাঁচির মতো একটি ছুরি ও এক জোড়া সেন্ডেলও পাওয়া গেছে।
নিহতের ছেলে মো. ইলিয়াছ জানান, তার পিতা ওই স্থানে চাষাবাদ করতেন। প্রায় সময় তিনি বাড়িতে না বলে শহরে হামজারবাগ এলাকায় মেয়ের বাসায় চলে যেতেন। গত শুক্রবারও তিনি বাড়ি থেকে বের হয়ে বাড়িতে আসেননি। বাড়িতে না আসায় তারা ধারণা করেছিলেন বরাবরের মতোই তিনি শহরে মেয়ের বাসায় চলে গেছেন। কিন্তু বুধবার বিকেলে খবর আসে তার পিতার লাশ স্থানীয় একটি ক্ষেতে পাওয়া গেছে।
চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার এবং সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ওই ব্যক্তির মৃত্যুর আসল কারণ জানা যাবে। আনুমানিক ৩/৪ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।