হাটহাজারীতে সম্পত্তি লিখে না দেওয়ায় মা–বাবাকে মারধরের অভিযোগে ছেলে ও তার দুই সহযোগীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে মা আমেনা বেগম। আসামিরা হলেন, ছেলে মঞ্জুর মোর্শেদ, তার সহযোগী সানজিদ ও জসিম উদ্দিন।
গতকাল চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে মামলাটি দায়ের হয়। একপর্যায়ে শুনানি শেষে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। এর আগে বাদী আমেনা বেগমের জবানবন্দি গ্রহণ করা হয়।
জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সম্পত্তি লিখে না দেওয়ায় গত ১২ মে রাতে সহযোগীসহ ছেলে মঞ্জুর মোর্শেদ মা আমেনা বেগম, তার স্বামী ও তার অপর এক ছেলেকে মারধর করে। এর আগেও সে মা–বাবাকে মারধর করে। তখনও তার বিরুদ্ধে একটি সিআর মামলা দায়ের হয়। যা বর্তমানে তদন্তাধীন।