ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর নেভী কনভেনশন সেন্টার থেকে তাকে আটক করা হয়।
নগর পুলিশের উপ–কমিশনার (উত্তর জোন) ফরহাদ আহমেদ দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সনির চাচাকে আটক করা হয়েছে। এর বেশি কিছু এখন বলতে পারছি না।
জানা গেছে, নেভী কনভেনশনে সাবেক সংসদ সদস্য সনির চাচা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানে সনি ও চট্টগ্রামের আরেক সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারী উপস্থিত ছিলেন– এমন কথা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সেখানে ছাত্র–জনতা হাজির হয়ে নানা স্লোগান দেয়। পরে পুলিশও সেখানে গিয়ে উপস্থিত হয়ে ফখরুল আনোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়।