মা হওয়ার সাত দিনের মাথায় ছেলের নাম জানালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফেইসবুকে সোমবার ছেলের নাম প্রকাশ করেছেন তিনি। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার’। এই পোস্টে মা–ছেলের প্রতি শুভকামনা জানিয়েছেন মাহির ভক্তরা। খবর বিডিনিউজের।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে গত ২৯ মার্চ রাতে মাহির ছেলের জন্ম হয়। সন্তান জন্মের কয়েকদিন আগে মামলা–গ্রেপ্তার নিয়ে আলোচনায় আসেন মাহি। ১৮ মার্চ ওমরাহ পালন শেষে ফেরার পর পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার হতে হয়েছিল, তবে কয়েক ঘণ্টার মধ্যে জামিনে ছাড়া পান তিনি।
দুই বছর আগে গাজীপুরের ব্যবসায়ী রকিবকে বিয়ে করেন মাহি। তার কয়েক মাস আগে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটে। গত বছরের সেপ্টেম্বরে মা হচ্ছেন বলে খবর দিয়েছিলেন এই চিত্রনায়িকা।
রকিবকে বিয়ে করার পর রাজনীতিতে যুক্ত হন মাহি। চাঁপাইনবাবগঞ্জের একটি আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতেও চেয়েছিলেন, তবে মনোনয়ন পাননি।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির। পরবর্তীতে ‘অগ্নি’ ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’, ‘যাও পাখি বলো তারে’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। মাহির সর্বশেষ সিনেমা ‘বুবুজান’ মুক্তি পায় চলতি বছরের ফেব্রুয়ারিতে। মুক্তির অপেক্ষায় আছে ‘আনন্দ অশ্রু’ ও ‘নরসুন্দরী’ সিনেমা।