ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নে মিন্টু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। গতকাল শুক্রবার বিকেলে মেরুং ইউনিয়নের জামতলী বাঙালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া মেরুং ইউনিয়নের বাঙালিপাড়া গ্রামের বাসিন্দা মোবারক হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু মিয়ার ছেলে জসিম উদ্দিন জনি নিয়মিত নেশা করে। শুক্রবার জুমার নামাজের পর সে আবারো নেশাগ্রস্ত হয়ে বাড়িতে আসে। এ নিয়ে তার বাবার সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে জসিম তার বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তার বাবা মাটিতে পড়ে গেলে জসিম পালিয়ে যায়। পরিবারের লোকজন মিন্টু মিয়াকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীঘিনালা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনা শুনে হাসপাতাল থেকে মরদেহ আমাদের হেফাজতে নিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক জসিম বাবাকে কুপিয়ে পালিয়ে গেছে। তাকে ধরতে কাজ করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধদীঘিতে বিষ প্রয়োগ, মারা গেল ১৫ লাখ টাকার মাছ
পরবর্তী নিবন্ধচাঁদা না দিলে রাতে গাছ কেটে দেয় দুর্বৃত্তরা