ছেলের চুরি করা মোটরসাইকেল বিক্রি করেন বাবা! নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ এমনই এক চক্র শনাক্ত করেছে।
গত রবিবার মুসলিম মিয়াকে (৪৮) নামে এই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। থানা চত্বর থেকে চুরি করা সরকারি মোটরসাইকেল বিক্রি করেন বাবা, আর চুরির মূল কাজটি করেছেন তারই ছেলে!
পুলিশ জানায়, গত ১২ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার ভেতর থেকে এসআইদের ব্যবহৃত ১৫০ সিসির পালসার মডেলের একটি সরকারি মোটরসাইকেল চুরি হয়। এরপর দীর্ঘ অনুসন্ধানে গত সপ্তাহে মোটরসাইকেলটি এক ব্যক্তির হেফাজতে পাওয়া যায়। তবে তিনি দাবি করেন মোটর সাইকেলটি মুসলিম মিয়ার কাছ থেকে কিনেছেন। এমন তথ্যের ভিত্তিতে মুসলিম মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার এসআই সুমন বড়ুয়া শাপলা বলেন, প্রথমে মুসলিম মিয়া বিষয়টি স্বীকার না করলেও পরে তাকে সিসিটিভি ফুটেজ দেখালে তিনি স্বীকার করেন যে মোটরসাইকেলটি তার ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ ও তার বন্ধু মো. রিফাতই চুরি করে নিয়ে আসে এবং সেটি তিনি নিজে বিক্রি করেন।
গ্রেপ্তার মুসলিম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মিনহাজ উদ্দিন ফাহাদ ও তার বন্ধু মো. রিফাতকে করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।