ছেলের কাঁধে ভর করে এসে পিতার ভোট

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ১০:০০ পূর্বাহ্ণ

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছেলের কাঁধে ভর করে ভোট কেন্দ্রে এসে ভোট দিলেন ৯৫ বছর বয়সী শামসুল আলম। গতকাল ৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বড় কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। শামসুল হকের বাড়ি ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে। বৃদ্ধ শামসুল আলম বলেন, ‘আমার ছেলের সঙ্গে এসে ভোট দিয়েছি। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, আমি অনেক খুশি। আমার বয়স ৯৫ বছর, অসুস্থ হয়ে গেছি। হয়তো এটা আমার জীবনের শেষ ভোট হতে পারে।’ শামসুল আলমের ছেলে নাজিম উদ্দিন বলেন, আমার বাবা সচেতন মানুষ। অসুস্থ হওয়ার পরও তিনি ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। তাই তাকে কেন্দ্রে নিয়ে এসেছি। ভোট দিতে পেরে তিনি অনেক খুশি। শামসুল আলম ছাড়াও বিভিন্ন কেন্দ্রে অনেক বয়স্ক পুরুষনারীকে ভোট দিতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন : কাদের
পরবর্তী নিবন্ধপটিয়ায় নৌকার কর্মী-সমর্থকদের তোপের মুখে সামশুল হক