ছেলেকে নিয়ে পাকা আমের স্বাদে মজলেন আমির

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

টসটসে পাকা আম দেখলে কার না জিভে জল আসে! ঠিক তেমনই বলিউড সুপারস্টার আমির খানও নিজেকে সামলাতে পারলেন না। থালা ভরা রসালো পাকা আম পেয়ে ছেলেকে নিয়ে মজলেন স্বাদে। বাবা-ছেলের আম খাওয়ার কিছু ছবি শেয়ার করেছে আমির খানের প্রডাকশন টিম। খবর বাংলানিউজের।

বুধবার সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে ছোট ছেলে আজাদ রাও খানকে সঙ্গে নিয়ে আমের স্বাদ উপভোগ করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ছবিতে আম ভর্তি থালা সামনে নিয়ে বাবা-ছেলেকে দুই হাতে আমের আঁটি খেতে দেখা যাচ্ছে।

তাদের এমন আদরমাখা দৃশ্য আমিরভক্তদের মন ছুঁয়েছে। সুন্দর সুন্দর মন্তব্যে তাদের প্রতি অনেকে ভালোবাসা প্রকাশ করেছেন। গত বছর জুলাইয়ে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেন আমির খান। কিন্তু সংসার ভাঙলেও তারা সবসময় পরিবারের সদস্যদের মতো একে অপরের পাশে থাকবেন বলেও জানান।

পূর্ববর্তী নিবন্ধকম সৌভাগ্যবানদের মুখে হাসি ফোটানো শ্রেষ্ঠতম সেবা
পরবর্তী নিবন্ধজয়া আহসানের ‘ঝরা পালক’