ছেলেকে নিয়ে কানাডায় শাকিব-অপু

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:২৯ পূর্বাহ্ণ

তারকা জুটি শাকিবঅপুকে ছেলেকে নিয়ে সমপ্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরতে দেখা গিয়েছে। অপু বিশ্বাস তার ফেসবুক পেজে লাইভে বিষয়টি নিশ্চিত করেন। গতকাল সোমবার বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। সেখানকার একটি পার্কে ফায়ার ওয়ার্ক প্রদর্শনীর সময় লাইভে আসেন তিনি। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ওই লাইভে অপুকে দেখা গেলেও দেখা যায়নি শাকিব কিংবা জয়কে। তবে বাবাছেলের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল। এসময় ছেলেকে ফায়ার ওয়ার্ক দেখাচ্ছিলেন শাকিব। অন্য একটি ভিডিওতে দেখা গেছে অপু ও জয় ঘোরার গাড়িতে ঘুরছেন। ক্যামেরার ওপাশ থেকে শাকিব খান ছেলে জয়কে পার্ক দেখাচ্ছেন। এবং ভিডিওটি শাকিব খান ধারণ করছেন বলে ধারণা করা যাচ্ছে। বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, ফের মিলিত হচ্ছেন শাকিবঅপু।

বিষয়টি নিয়ে শাকিবঅপু সরাসরি কিছু না বললেও তাদের সম্পর্কের সুসময় যাচ্ছে তা স্পষ্ট। শাকিব খানঅপু বিশ্বাস সন্তান জয়কে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘুরতে বের হওয়ার ভিডিও তাই বলে।

পূর্ববর্তী নিবন্ধমেহজাবীন-ফারিণের পোশাক ও সাজে শুভ্রতার ছোঁয়া
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ ফুটবলে অংশগ্রহণকারী দলসমূহের সাথে মতবিনিময় সভা আজ