ছেলেকেই গোল উৎসর্গ করলেন মিচেল ডিউক

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

বিশ্বকাপে জয়ের জন্য ১২ বছর অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়া। অবশেষে গতকাল ধরা দিয়েছে সেই দিন। তিউনিশিয়া ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখল দলটি। একমাত্র জয়সূচক গোলটি এসেছে মিচেল ডিউকের হেড থেকে। ২৩ মিনিটে করা সেই গোলটি নিজের ছেলেকে উৎসর্গ করেন এই ফরোয়ার্ড। অবশ্য উদযাপনের মাধ্যমেই সেটি বুঝিয়ে দেন সেটি। গোলের পরপরই দুই হাতের আঙুলগুলোকে ইংরেজি বর্ণ ‘জে’ এর মতো করে বানিয়ে ক্যামেরার সামনে তাকান তিনি। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে ডিউক বলেন, ‘স্ট্রাইকার হিসেবে প্রতিটি ম্যাচে গোল করার আত্মবিশ্বাস আমার আছে এবং পরিবারের কয়েকজনকেও বলেছিলাম আজ গোল করব।’ ডিউক জানতেন গ্যালারীতে বসে খেলা উপভোগ করছিলেন তার ছেলে জ্যাকসন। তবে কোন আসনে বসেছিলেন সেটা জানতেন না তিনি। যদিও জ্যাকসনের চোখে কোনোকিছুই এড়িয়ে যায়নি। তাই বাবার উদযাপনের জবাবে তিনিও বেশ চওড়া একটি হাসি দিয়ে ‘জে’ সাইন প্রদর্শন করেন। ডিউক বলেন, ‘উদযাপনটা ছিল ‘জে’ এর মতো, যা কিনা আমার ছেলের নামের প্রথম অক্ষর। আমি দেখিনি আমার ছেলে কোথায় ছিল। তবে আমার পেছনেই নাকি সে আমার মতোই ‘জে’ সাইন দেখিয়েছে। এই মুহূর্তটি আজীবনের জন্য জমা করে রাখব আমি।’ ৩১ বছর বয়সি ডিউক আরো বলেন, ‘ম্যাচ সেরা হিসেবে সাক্ষাৎকার দেওয়ার সময় কান্না ধরে রাখার চেষ্টা করছিলাম আমি। আমার জীবন ও ফুটবলার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এটি। তা ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে আসার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের। ম্যাচ সেরা হওয়াটা পৃথিবীর সেরা অনুভূতি।’

পূর্ববর্তী নিবন্ধরোলস রয়েস গাড়ি পাবেন সৌদি ফুটবলাররা
পরবর্তী নিবন্ধনেইমারের সমালোচনায় কাকা