নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ৭৭৫ পিস ইয়াবাসহ রবিউল (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাবার বাগান সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন, রবিউলের বাবা-মাও মাদক ব্যবসায়ী। তারা কারাগারে রয়েছেন। এবার ছেলেও একই কায়দায় ধরা পড়ল।