চন্দনাইশের বরকল কানাইমাদারী আদর্শপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সহধর্মিণী সমাজসেবক ছেনোয়ারা বেগম (৭৫) গত শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৭ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গত রোববার বাদে জোহর স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহম্মদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, মো. বেলাল হোসাইন মিন্টু গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।