ছুরি ঠেকিয়ে বিকাশ এজেন্টের দুই লাখ টাকা ছিনতাই

| শনিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৪ অপরাহ্ণ

ছুরি ঠেকিয়ে চট্টগ্রামের পটিয়ায় এক বিকাশ এজেন্টের ১ লাখ ৮০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পটিয়া বাইপাস এলাকায় এ ঘটনা। বিকাশ এজেন্টের মালিক দেলোয়ার হোসেনের (৪৫) উপজেলার হাইদগাঁও তেঁতুল তলা গ্রামের মৃত লোকমান হাকিমের পুত্র।

জানা গেছে, বিকাশ এজেন্টের মালিক দেলোয়ার হোসেনের দোকান উপজেলার হাইদগাঁও তেঁতুলতলা এলাকায়। গত বৃহস্পতিবার রাতে কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে একটি সিএনজি গাড়িতে ওঠেন। সিএনজি গাড়িটি পটিয়া মডেল মসজিদ এলাকায় এলে সিএনজি থেকে এক ছিনতাই প্রস্রাব করার কথা বলে গাড়ি থেকে নামেন।

পরে ৫ মিনিট পর গাড়িতে ওঠে বিকাশ এজেন্টের মালিক দেলোয়ারকে ছুরি ঠেকিয়ে বিকাশে পিন নাম্বারে নিয়ে ১ লাখ ৮০ টাকা উঠিয়ে নেন। পরে তাকে পটিয়া সীমান্তের বিজিসি ট্রাস্ট এলাকায় নিয়ে নামিয়ে দেন।

বিকাশ এজেন্টের মালিক দেলোয়ার হোসেন একজন পল্লী চিকিৎসক। তিনি জানান, ছুরি ঠেকিয়ে তার মোবাইল থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ে নেন। এসময় ছিনতাইকারীরা তাকে বেদমভাবে মারধর করেছে। এ ঘটনায় তিনি পটিয়া থানা পুলিশকে লিখিতভাবে জানাবেন।

পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, ছিনতাইকারীরা ছুরি ঠেকিয়ে বিকাশ এজেন্টের মালিক থেকে টাকা নেওয়া সংক্রান্তে থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধতীব্র গরমে জলুসে মারা যাওয়া বৃদ্ধের পরিচয় মিলেছে
পরবর্তী নিবন্ধনাব্যতা সংকটে সন্দ্বীপ চরে আটকে গেছে ফেরি, চট্টগ্রামগামী যাত্রীদের ভোগান্তি