ছুরিকাহত ব্যক্তিকে রাস্তায় ফেলে গেল দুর্বৃত্তরা

রাউজান প্রতিনিধি | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

রাউজানে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গাড়ি থেকে ফেলে দিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে দক্ষিণ রাউজান পাহাড়তলী চৌমুহনীর পশ্চিম পাশের পিংক সিটির সামনে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতে আহত ব্যক্তির অবস্থা গুরুতর। বাজারের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের কেউ আহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি। বিষয়টি জানতে আধা কিলোমিটার দূরে থাকা চুয়েট পুলিশ ফাঁড়ি ও রাউজান থানার ওসিকে বার বার ফোন করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে পালিত হলো আইইইই ডে
পরবর্তী নিবন্ধচট্টলায় ছাতিম-জড়ানো হেমন্ত সন্ধ্যা