সাতকানিয়ায় ছুরিকাঘাত করে বাবাকে হত্যার ঘটনায় ছেলে রিয়াদ হোসেন (২৫)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনার দিন গভীর রাতে বাঁশখালী উপজেলার পুকুরিয়ার চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রবিবার রাতে সাতকানিয়ার উত্তর কাঞ্চনা নয়াপাড়ার গ্রাম ডাক্তার ইউসুফের বাড়ি এলাকার জলিল বক্সের ছেলে আহমদ হোসেনকে তার ছেলে রিয়াদ হোসেন ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায়।
জানা যায়, আহমদ হোসেন এবং তার ছেলে রিয়াদ হোসেনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতেও বাবা– ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ছেলে রিয়াদ বাবা আহমদ হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা আহমদ হোসেনকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। এদিকে, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতেই সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বাঁশখালীর পুকুরিয়া চৌমুহনী এলাকা থেকে বাবা হত্যার ঘটনায় জড়িত ছেলে রিয়াদকে গ্রেপ্তার করে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউসার হোসেন জানান, গ্রেপ্তারকৃত রিয়াদ হোসেনকে গতকাল আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।












