ছুরিকাঘাতে সাবেক স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন কাট্টলী ছদু চৌধুরী সড়কে পারিবারিক কলহের জের ধরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করার পর ঘাতক স্বামী নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। ছুরিকাঘাতে নিহত স্ত্রীর নাম বৈশাখী আক্তার ফাতেমা (২৯)

গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টায় ছদু চৌধুরী সড়কের সূচনা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক স্বামী জয়নাল আবেদীন(৪০) এবং নিহত স্ত্রীর চাচাও গুরুতর আহত হয়েছেন বলে জানান পাহাড়তলী থানা পুলিশ।

পাহাড়তলী থানার ওসি তদন্ত জামাল আজাদীকে জানান, এই ঘটনায় অভিযুক্ত জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিজেও আহত। সে বর্তমানে হাসপাতালে আছে। স্বামী নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। ছুরিকাঘাতে নিহত স্ত্রীর নাম বৈশাখী আক্তার ফাতেমা ছিল তার প্রথম স্ত্রী। তার সাথে ডিভোর্স হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

রাত সাড়ে ১০ টার দিকে সূচনা আবাসিক এলাকায় স্ত্রীর বাসায় এই ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধমীর হেলালের নগদ পাঁচ কোটি ৬৭ লাখ ২৬ হাজার ৫৮৮ টাকা
পরবর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা