ছুরিকাঘাতে পিতার মৃত্যুর ১৫ দিন পর চিকিৎসাধীন ছেলের মৃত্যু

টেকনাফে জমি সংক্রান্ত বিরোধ

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৮নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় জমির বিরোধ নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহতের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বড় ভাইয়ের ছেলে আহত দেলোয়ার হোসেন।

তিনি শাহপরীর দ্বীপ উত্তর পাড়া এলাকার ওই ঘটনায় নিহত মোহাম্মদ হোছনের ছেলে।

আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পরিবার।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি সাবরাং ইউনিয়ন পরিষদের উত্তর পাড়ায় পারিবারিক বিরোধ ও জায়গা সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মোহাম্মদ হোছন নিহত হন। এসময় মোহাম্মদ হোছনের দুই ছেলেও আহত হন। তাদের মধ্যে দেলোয়ার গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পর আজ রবিবার সকালে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে তার পরিবার।

এই ঘটনায় নিহত মোহাম্মদ হোছনের স্ত্রীর দায়ের করা মামলায় প্রধান আসামী ইউনুছকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মুহুরি পাড়া এলাকা থেকে গত ১ ফেব্রুয়ারি গ্রেফতার করে র‍্যাব-১৫।

পূর্ববর্তী নিবন্ধচবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রলীগ নেতা বহিষ্কৃত
পরবর্তী নিবন্ধবান্দরবানে ট্রাকচাপায় মা-মে‌য়ের মৃত্যু