ছুটি মঞ্জুর হয়েছে সাকিবের যাচ্ছেন না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশের পরের সিরিজ থেকে ছুটি পেয়েছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার যাচ্ছেন না নিউজিল্যান্ড সফরে। সোমবার এক সংবাদ সম্মেলন নাজমুল হাসান জানান, আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার পর সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি। ‘যার বিশ্রাম প্রয়োজন, তাকে তো বিশ্রাম দিতেই হবে। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক আর না হোক। তবে সাকিবের ব্যাপারটা ভিন্ন। ও তো চোট পায়নি বা বিশ্রামও চায়নি। পারিবারিক কারণে বিরতি চেয়েছে। কাজেই বিষয়টা এক না। এটা চোটও না, বিশ্রামও না। যে কেউ যদি ছুটি চায়, বিরতি চায়, বিশ্রাম চায়, আমাদের কোনো আপত্তি নেই। এটা বোধ হয়, আপনারা অনেক দিন ধরেই দেখছেন। কিন্তু এটা অফিসিয়ালি হতে হবে।’ ‘যে জিনিসটার উপর আমরা জোর দিচ্ছি, আমরা আগাম জানতে চাই। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে, আমাদের জন্য সমস্যা। কাজেই আগামী জানুয়ারি থেকে আমরা যে নিয়ম করছি, কারো যদি কোনো বিশ্রাম লাগে, বিরতি লাগে, তাহলে যেন আমাদের আগে জানানো হয়। তাহলে আমরা অন্য খেলোয়াড়গুলোকে তৈরি করতে পারি।’

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়ে থেকে ফেরা দুই নারী ক্রিকেটার পজিটিভ
পরবর্তী নিবন্ধপিটুপি’র ক্রিক ফেস্ট সম্পন্ন