ছুটির শেষে দীপ্তি চৌধুরী (৩০,১২৩) | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ ঈদের ছুটি শেষ হলে আবার শুরু পড়া হোম টাক্স না পারলে টিচার হবেন কড়া। কয়েকটা দিন খুব ঘুরেছি পড়ার দেখা নাই সে–সব পুষিয়ে নিতে হবে নইলে রক্ষা নাই।