ছুটির দুপুর

আখতারুল ইসলাম | বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

মা বাবারা ঘুমিয়ে পড়েন বোনটিও ঠিক ঘুমে,

কিন্তু অনির নেই ঘুম আজ দুপুরবেলার চুমে ।

দোয়েল কোয়েল ময়না শালিক তার কথাতে মাতে,

আবার সে কী ছুটতে থাকে প্রজাপতির সাথে ।

দূরের হাওয়া ঘুরে এসে নামতা পড়ে বনে ,

ঘাসের সবুজ আলতো ছুঁয়ে রঙ লেগে য়ায় মনে ।

ফুলপাখিদের বন্ধু সে তো যায় না ধরে রাখা,

দুচোখে তার মেঘ রোদ্দুর রামধনুতে আঁকা ।

অনির এমন ছুটির দুপুর ভাঙে নীরবতা ,

স্বর্ণলতা জড়িয়ে ধরে বলছে কত কথা ।

কত দিনে এলে তুমি এই সোনালি দিনে,

পথের ধারে ফুল পাখিরা অনিকে নেয় চিনে ।

পায়ে পায়ে ছুটে চলে আনন্দ ফুরফুের,

হাওয়ার রেলে চড়ে যাবে সুখের সমুদ্দুরে ।

চিনতে পারো অনিকে যে দুরন্ত এক ছেলে,

দুপুরটাকে নিজের করে নেয় সে হেসে খেলে ।

পূর্ববর্তী নিবন্ধসরকার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার রক্ষায় বদ্ধপরিকর
পরবর্তী নিবন্ধআজ পুতুলের বিয়ে