বাংলাদেশ পুরুষ ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আবারও ছুটিতে গেছেন। গতকাল শনিবার সকালে নিজ দেশ স্পেনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। এর আগেরদিন ক্যাবরেরা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হার নিয়ে সব ফুটবলপ্রেমী যখন মনক্ষুণ্ন্ন, পরদিন ভোরেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ইউরোপের ফ্লাইট ধরেছিলেন। সপ্তাহ দু’য়েক ছুটি কাটিয়ে ২৭ জুন আবারও ঢাকায় আসেন তিনি। এরপর ২৮–৩০ জুন প্রবাসীদের ট্রায়াল পর্যবেক্ষণ করেন। ২ জুলাই ডেভলপমেন্ট কমিটির সভা এবং পরদিন আলাপ করেন বাফুফে সভাপতির সঙ্গে। এরপর গতকাল ভোরে আবার বাংলাদেশ ত্যাগ করেন ক্যাবরেরা। জুলাই মাস পুরো সময় ইউরোপে থেকে আগস্টের মাঝামাঝি আসার সম্ভাবনা রয়েছে তার।