ছায়ায় ঢাকা মায়ায় রাঙা অপূর্ব সেই নাম
সবুজ শ্যামল ঘেরা আমার ছিলোনীয়া গ্রাম।
রাতের শেষে সকাল দুপুর বিকেল সন্ধ্যাবেলা
এই এখানে প্রাণ চঞ্চল হাসি খুশির মেলা।
এই এখানে গান কবিতার স্বপ্না সাধন দিদি
গোপা মিনু সুচরিতার প্রাণের প্রতিনিধি।
খেলায় চুটু রনজিত অলক সৃজন মানিক মাঠে
মিলন প্রজিত নিরালাদের দারুন সময় কাটে।
দুকুল সুজন সৌরভ মানিক তুষার প্রভাকর
ডানপিটেরা মাতিয়ে পাড়া রাখে রে দিনভর।
শিমুল পলাশ দীপক রানা প্রনব নটু মিলে
‘কলিস্যা পইর’ জলে নামে সাঁতারের মিছিলে।
শীতের উদোম খোলামেলা ছিলোনীয়ার বিল
হাডুডু বল গরুর লড়াই আনন্দ ঝিলমিল।
সবুজ মাটি লতায় ঘাসে জড়িয়ে মায়ার খাম
সাত পুরুষের প্রিয় আমার ছিলোনীয়া গ্রাম।