গাউছে জমান, শামসুল আরেফীন. মোর্শেদে বরহক আল্লামা আজিজুল হক আল-কাদেরীর (রহ.) ২য় বার্ষিক ওরছ শরীফ ও ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরসার ৪৮ তম সালানা জলসা ও পবিত্র ওরছেকুল আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি ও পরামর্শমূলক আলোচনা সভা শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল-কাদেরীর (মা.জি.আ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ওরশ উপলক্ষে ৫ দিন ব্যাপী কর্মসূচি প্রহণ করা হয়েছে। মাওলানা মোহাম্মদ শফিউল আযমের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্দ কামাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ শফিউল আলম আজিজি, অধ্যক্ষ আল্লামা আবুল এরফান মোহাম্মদ লোকমান চিশতী, শাহজাদা সৈয়দ মো. জুন নুরাইন, মুহাদ্দিছ মাওলানা আবদুন নবী, অধ্যাপক আলী আজগর, অধ্যাপক মাহফুজুল হক, আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল হোসেন, মাওলানা সৈযদ মুহাম্মদ মুনিরুর রহমান খসরু, হাফেজ মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সিকদার, মাওলানা মোহাম্মদ সাইফুদ্দীন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন, আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন সওদাগর, মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ আবুল কালাম কোম্পানী, মোহাম্মদ শাহাব উদ্দিন সেলিম, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ সরোয়ার মেম্বার, ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন, আলহাজ্ব মোহাম্মদ জসীম তালুকদার, মোহাম্মদ এজহার ইমন, মোহাম্মদ আবদুল হালিম, মোহাম্মদ আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।