১২ ও ১৩ জানুয়ারি আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় হাটহাজারী ছিপাতলী গাউছিয়া আজিজিয়া শাহী দরবার শরীফে গাউছে জামান শাহসুফি আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরীর (রহ.) ৭তম ২ দিনব্যাপী বার্ষিক উরশে কাদেরী অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে–খতমে কোরআন শরীফ, খতমে বুখারী শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ এবং বড় হুজুর কেবলার জীবনী আলোচনা। এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনায় বিশেষ অনুরোধ জানিয়েছেন শাহজাদা প্রফেসর ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিন আল–কাদেরী (ম.জি.আ.) ও আল্লামা অধ্যক্ষ শাহসূফি আবুল ফছিহ মুহাম্মদ আলাউদ্দিন আল–কাদেরী (ম.জি.আ.)। প্রেস বিজ্ঞপ্তি।












