ছিন্নমূল শিশুদের নিয়ে ভালোবাসা দিবস উদযাপন সিএমপির

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

নগরীর প্রায় চারশ ছিন্নমূল শিশুদের নিয়ে ভালোবাসা দিবস উদযাপন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মূলত ভালোবাসা দিবসের আনন্দ ভাগাভাগি করতেই নগরীর বারকোড রেস্টুরেন্টে সিএমপি এ আয়োজন করে। ভালোবাসা আদান-প্রদানের পাশাপাশি ছিন্নমূল শিশুরা নাচ-গান এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে। তাদেরকে উপহার হিসেবে দেয়া হয় স্কুল ব্যাগসহ লেখাপড়ার বিভিন্ন সামগ্রী। এছাড়া উপস্থিত ৪০০ ছিন্নমূল শিশুর জন্য চকলেট ও দুপুরের খাবারেরও আয়োজন করা হয়। গতকাল রোববার সকালে বিন্দু পাঠশালা, প্রচেষ্টা স্কুল, আলহেরা ইসলামিক ইন্সটিটিউট, স্বপ্নের স্কুল, ছিন্নমূল কোরআন, নগরফুল, মিনহাজ-উল-কোরআন, অধিকার বঞ্চিত শিশু একাডেমি, আঁধারের আলো স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়েই ছিল এই আয়োজন। অনুষ্ঠানে সিএমপির উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) বিজয় বসাক ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনগর আ.লীগের সমাবেশ আজ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর পুনঃনির্বাচনের দাবি