ছিনতাই হয়ে গেছে আমার স্বপ্ন, সাধ, আহ্লাদ
ছিনতাই হয়ে গেছে আমার দরজা, জানালা, কড়িকাঠ
ছিনতাই হয়ে গেছে আমার শ্রম, ঘুম, ঘাম
ছিনতাই হয়ে গেছে আমার স্বপ্ন বেচা দাম।
ছিনতাই হয়ে গেল একে একে যা কিছু ছিল
নিবিড় অবলম্বন,
ছিনতাই হয়ে গেল আমার সব হারিয়ে পাওয়া
একান্ত আপনজন।
চোখ মেলে চেয়ে দেখি,
অসহায় হাত, অক্ষম পা কোনো প্রতিবাদ
করতে আজ অপারগ!
ছিনতাই হয়ে গেছে আমার রাগ, দুঃখ, শোক,
বাদানুবাদ, ক্ষোভ!
ছিনতাই হল আকাশ, সবুজ বনানী, বনান্তর
ছিনতাই হল আমার নিজেকে লুকিয়ে রাখার
এক চিলতে ঘর!
কেবল হলনা ছিনতাই মূল্যহীন এ জীবন
বিনামূল্যে ও বিকোয় না সে,
নাই তার কারো প্রয়োজন!