ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৮

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

নগরে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে পলোগ্রাউন্ড অফিসার্স ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি টিপফোল্ডিং ছোরা জব্দ করা হয়। ধৃতরা হচ্ছে মো. বাচাইয়া বাচ্চু (৪০), সৈকত প্রকাশ ঢাকাইয়া (২৭), মো. সেলিম (৪৫), আব্দুল রাজ্জাক (৫০), মো. মাঈন উদ্দিন হোসেন (২৭), মো. রায়হান (২৩), শহিদুল ইসলাম (২০) ও মো. সাইফুল (২১)

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিসার্স ক্লাবে ওঠার মুখের খালি মাঠে সন্দেহভাজন ১৫/১৬ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ৮ জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা রেয়াজুদ্দিন বাজার, নিউ মার্কেট, ফলমণ্ডি এবং টেরীবাজারে আগত ব্যবসায়ী ও পথচারীদের র্টাগেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে একত্রিত হয়।

পূর্ববর্তী নিবন্ধঐকমত্য হওয়া প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন
পরবর্তী নিবন্ধসাবেক মন্ত্রী বীর বাহাদুর ও স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক