নগরীতে এবার ছিনতাইয়ে ব্যবহার করা হচ্ছে সুন্দরী নারীদের। গতকাল ওমর ফয়সাল রনি (২২) নামে চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করার পর এ ফাঁদ পাতার খবর জানাজানি হয়। প্রতারণার মাধ্যমে হাতানো একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ। চক্রটি নারীর ফাঁদে ফেলে বিভিন্নজনের টাকা-পয়সা, মালামাল ছিনিয়ে নেয়। পাহাড়তলী থানায় এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় (নং-৩(১)২১ইং) অভিযান চালিয়ে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে বলে আজাদীকে জানান ওসি মো. হাসান ইমাম। তিনি বলেন, গ্রেপ্তার ওমর ফয়সাল রনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে। চক্রটির নারীসহ বিভিন্ন জনের নামে একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে গত ১৪ ডিসেম্বর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদে আসাদুজ্জামান সুমন নামে এক মোটরসাইকেল মালিকের কাছে এক সুন্দরী নারী এসে তাকে একটি জায়গায় পৌঁছে দেয়ার অনুরোধ করেন। তার অনুরোধে সাড়া দিয়ে তিনি ওই নারীকে মোটরসাইকেলে তুলে নিয়ে দক্ষিণ কাট্টলীর রুপালী আবাসিক এলাকার উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে পৌঁছলে কৌশলে আসাদুজ্জামানকে একটি সাত তলা ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়। এ সময় আগে থেকে ছাদে থাকা অন্য সহযোগীদের নিয়ে ওই নারী তাকে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা কয়েকটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, ৪টি মোবাইল সেট, আনুষঙ্গিক কাগজপত্র ও নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি এটিএম কার্ড থেকে নগদ ১২ হাজার টাকা উত্তোলন করে নেয়। এ সময় মোটরসাইকেলটিও ছিনিয়ে নেয়া হয়।
ওসি হাসান ইমাম বলেন, ভুক্তভোগী ব্যক্তি প্রথমে ঘটনার বিষয়টি কাউকে না জানিয়ে গোপন রেখেছিলেন। পরে পাহাড়তলী থানায় অভিযোগ দায়ের করেন। এরপর গতকাল মোটরসাইকেলটিসহ চক্রের ঐ সদস্যকে গ্রেপ্তার করা হয়।