মানিকছড়িতে ছিনতাইয়ের শিকার হয়েছেন চার ব্যবসায়ী। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খেলনা পিস্তলসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে কর্নেল বাগান সড়ক হয়ে মরাডলু বাড়িতে যাওয়ার পথে মুখোশ পরা ও অস্ত্রধারী ৫/৭ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এসময় তাদের কাছ থেকে নগদ প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা, ৫টি মোবাইল, একটি মোটরসাইকেল ছিনতাই করে পালিয়ে যায় তারা।
মানিকছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, রাতভর অভিযান পরিচালনা করে একটি খেলনা পিস্তলসহ সুজয় তালুকদার ওরফে বাবু ও স্বপন দাশকে আটক করা হয়েছে। তবে কোন মালামাল এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।