ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় এলাকা থেকে ছিনতাইকারী গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ আরাফাত। তিনি মহেশখালীর গোরাকঘাটা এলাকার মৃত আবুল কালামের ছেলে। থাকতেন নগরীর চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়া এলাকায়। গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তার আরাফাত ২ এপ্রিল দায়ের হওয়া একটি মামলার আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি সচেতন ছাত্র সমাজের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধসৌদিতে কারের ধাক্কায় লোহাগাড়ার যুবকের মৃত্যু