বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাম্বল উচ্চ বিদ্যালয় এলাকায় এঘটনা ঘটে। এসময় তার কাছ থেকে তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় বলে জানা যায়। সে চাম্বল বাজারের মুরগি ও ডিম ব্যবসায়ী আবদুর রহমানের ছেলে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে চাম্বল উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ব্যবসার তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। ছুরিকাঘাত করার পর তার শোরচিৎকার স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ হাসপাতালেই ছিল।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, চাম্বল বাজার থেকে ব্যবসা শেষে বাড়ির যাওয়ার পথে হামলার শিকার হয় নুরুল ইসলাম। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলবে।