ছিনতাইকারীর ছুরিকাঘাতে পটিয়ায় রিকশাচালক খুন

আজাদী অনলাইন | বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো: সদিয়া (৩৫) নামের এক রিকশাচালক খুন হয়েছেন। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সাদা মিয়ার পুত্র।

আজ মঙ্গলবার রাত ১১টার দিকে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ার কারণে চালকে উপর্যপুরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। চালকের চিৎকারে লোকজন দৌড়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে চালককে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

রিকশার চালকের গ্রামের লোক মো: মুকুল মিয়া জানান, যে ব্যক্তি খুন হয়েছেন তিনি গাইবান্ধা জেলার লোক। দীর্ঘদিন ধরে পটিয়ায় রিকশা চালিয়ে আসছিল। মঙ্গলবার রাতে যাত্রী ভেসে ছিনতাইকারীরা গাড়ি উঠে কেচিয়াপাড়ায় নিয়ে ছুরিকাঘাত করে খুন করে সদিয়াকে।

এ বিষয়ে জানতে পটিয়া থানার ওসি মো: নুরুজ্জামানকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের বিয়ে, ৮ মাসের শিশু রেখে স্ত্রীকে জবাই স্বামীর