পশ্চিম মাদারবাড়ী আদর্শ সমাজ মহল্লা কমিটি, উত্তর মোগলটুলী মহল্লা কমিটি ও পশ্চিম মাদারবাড়ী সামাজিক উন্নয়ন কমিটির উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মাদারবাড়ী ১ নং গলির চট্টলা বেকারি চত্বর থেকে শুরু হয়ে কমার্স কলেজ রোড, মোগলটুলী, বার কোয়াটার, মিছি পুকুর পাড় লেইন, ঢাকা ট্রাংক রোড প্রদক্ষিণ করে বার কোয়াটার মোড় চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর মোগলটুলী মহল্লা কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন সর্দার ও মূল দাবি উত্থাপন করেন আদর্শ সমাজ মহল্লা কমিটির সভাপতি মো. জাফর উল্লাহ খান সর্দার। কর্মসূচিতে একাত্বতা পোষণ করেন-মানবাধিকার সংস্থার জেলা সেক্রেটারি মতিউর রহমান সৌরভ ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিটু। বক্তব্য রাখেন হাজী নাসির আহমদ, সিরাজুদ্দৌল্লা, অলি আহমদ, ইউনুছ সর্দার, মো. আশরাফ আলী, মো. ইলিয়াছ, শহীদুল হক বাবর, মো. আলমগর আলম, মো. নুরুন্নবী, মো. ইসমাইল, মো. রাসেল, রেজাউল করিম, মো. মহসীন, হায়দার আলী, আবু তাহের জাবেদ, মো. জাহেদ, আব্দুর রব টিটু, মো. আলাউদ্দিন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্র জীবন-বিপ্লব গংদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে অপরাধী চক্রকে সামাজিকভাবেও প্রতিরোধ করার জন্য তিন সমাজের নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।