ছায়ানীড় চট্টগ্রাম শাখার উদ্যোগে গত ১৯ সেপ্টেম্বর বোয়ালখালীর হযরত আবু বক্কর সিদ্দিকী (রা.) হেফজখানা এবং এতিম খানায় খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৩০ জন এতিম শিশুদের মাঝে খাবার এবং কোরআন শরিফ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মো. রুবেল উদ্দিন এবং সদস্যদের মধ্যে মেহরাব, আযাদ, হোসাইন, ইমরান, সাইফুল প্রমুখ। কর্মসূচিতে মেহরাব হোসাইন জানান- আমরা বিগত দিনগুলোতে সমাজের অবহেলিত মানুষদের নিয়ে কাজ করছি। তারই ধারাবাহিকতায় আমরা গিয়েছিলাম বোয়ালখালীর চরখিজিরপুর এলাকায় নদীর পাশে অবস্থিত একটি এতিমখানায়। তাদের প্রতিদিনের খাদ্যতালিকা দেখে আমরা অবাক হয়েছি। অনেক সময় তাদের কপালে সাদা ভাত ছাড়া আর কিছুই জুটে না। তাই আজ আমরা চেষ্টা করেছি তাদের একবেলা ভালোমন্দ খাওয়াতে। প্রেস বিজ্ঞপ্তি।