ছায়া

কল্যাণ বড়ুয়া | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৪:৫৯ পূর্বাহ্ণ

রাত গভীরে কারো হেঁটে যাবার শব্দে

ঘুম ভাঙে নিয়মের অনিয়মে।

হেঁটে যাওয়া দেখতে দেখতে ক্লান্ত চোখে

কুয়াশা ভেজা দৃষ্টির ঝাপসা হাওয়া,

দৃষ্টির সীমায় এক মানবীর ছায়া।

ছায়ার অনুসরণে ঘোরের মধ্যে পথচলা

অনির্দিষ্ট সময়। কানে বাজে নূপুরের দোলায়িত

ছন্দ, তালের লয় খুঁজতে গিয়ে নিজেই তাল

হারিয়ে একসময় থমকে যায় পথচলা।

দৃষ্টির আড়াল হতেই কী এক পরিবর্তনের

ছোঁয়া, কোথায় যেন আমার হারিয়ে যাওয়া।

থেমে গেছে কোকিলের গান, বিবর্ণ কৃষ্ণচূড়ার রঙ।

পলাশ ফুলগুলো ঝরে পড়ে অবলীলায়। নির্বাক

দৃষ্টিতে অবাক হয়ে আটকে পড়ি ভাবনার জালে।

কে এই মানবী? পায়ের শব্দ খুব চেনা।

নূপুরের ছন্দে দোলে উঠে হৃদয় কপাট। চেনা

সুরের দোলায় দোলে উঠে মন।

অশান্ত মনে এখনো খুঁজে ফিরি সেই ছায়া।

পূর্ববর্তী নিবন্ধহঠাৎ তুমি এলে
পরবর্তী নিবন্ধবৃষ্টি নেমেছে শেষে