কোনোরকমের আপত্তি ছাড়াই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলো মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিটি। সঙ্গে মিলেছে বোর্ড কর্তাদের প্রশংসাও। গতকাল মঙ্গলবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেন এবং প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানান নির্মাতাকে। ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ঢালিউডে নতুন তিন মুখ আদর আজাদ চৌধুরী, নিশাত নাওয়ার সালওয়া ও মৌসুমী মিথিলা। পরিচালক বলেন, গতকাল সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে আনকাট ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড মেম্বারদের অনেকেই ছবিটি দেখার পর আমাকে ফোন দিয়ে প্রশংসা করেছেন। কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে পরিচালক বলেন, কেবল তো ছাড়পত্র পেলাম। করোনা পরিস্থিতির কারণে এখনও কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আর এই ছবিটি যেহেতু সিনেমা হলকে টার্গেট করে নির্মিত ফলে একটু ভেবে-চিন্তেই মুক্তির তারিখ ঠিক করতে হবে।












