বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’। নূরুল আলম আতিক নির্মিত সিনেমাটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত। সেন্সর বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরিপুরের বিভিন্ন স্থানে দৃশ্যধারণ শেষে সমপ্রতি নির্মাতা সেন্সরে প্রদর্শনের জন্য সিনেমাটি জমা দেন। সেন্সর বোর্ড সিনেমাটি দেখে সন্তোষ প্রকাশ করায় প্রেক্ষাগৃহে মুক্তি দিতে আর কোনো বাধা রইলো না। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন নূরুল আলম আতিক। পাণ্ডুলিপি কারখানার ব্যানারে নির্মিত সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গহর, জ্যোতিকা জ্যোতি, আশনা হাবিব ভাবনা প্রমুখ।