মুক্তির ছাড়পত্র পেলো প্রসূন রহমানের বিশেষ চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’। এটি নির্মাতার তৃতীয় উদ্যোগ। যেখানে উঠে আসবে নানা কারণে রাজধানীতে আসতে চাওয়া অথবা বাধ্য হওয়া কিছু মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প। ১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যেরএই চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে ২২ ফেব্রুয়ারি। যদিও সার্টিফিকেট হাতে পেতে আরও কিছু সময় বেশি লেগেছে। ছাড়পত্র পেয়ে ছবিটির প্রযোজক-পরিচালক প্রসূন রহমান বলেন, ‘এখন আমরা শুভদিন দেখে নিকটতম শুক্রবারে ছবিটি সবার জন্য উন্মুক্ত করতে চাই। দেশের উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহগুলোতে দিতে চাই।
সেই প্রস্তুতি চলছে।
‘ঢাকা ড্রিম’-এর গল্প সম্পর্কে প্রসূন রহমান বলেন, ‘একদিকে প্রান্তিক মানুষদের নগরমুখী স্বপ্নকে ঘিরে যেমন চলে বেঁচে থাকার নানা আয়োজন, আরেকদিকে নগরী হিসেবে ঢাকা শহর ক্রমে হারিয়েছে তার বাসযোগ্যতার পরিবেশ। সব ছাপিয়ে প্রতিদিন বেড়ে চলেছে নগরীর জনসংখ্যা। ঠিক এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি সবার সামনে। যেখানে শহর, মানবতা, জীবন ও প্রেম- সবই আছে। বাকিটা মুক্তির পর দর্শকরা ভালো বলতে পারবেন।