বায়েজিদ নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র ৯ম বার্ষিক ওরশ উপলক্ষে গত ১৯ ডিসেম্বর এক প্রস্তুতি সভা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফি ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ সাইফুদ্দীন জহুর, মহিউদ্দিন, মনছুরুল আলম, এস.এম রিদোয়ান। বক্তব্য রাখেন সেকান্দর হোসাইন আল কাদেরী, অধ্যক্ষ মুফতী রিদুয়ানুল হক হাক্কানী, ইয়াছিন আনছারী, ইকবাল হোসাইন আল কাদেরী, মুফতী মফজল আহমদ আল কাদেরী, কাজী লোকমান, আবুল কাশেম তাহেরী, নুরুল নবী আল কাদেরী, মোহাম্মদ আলী, জামাল উদ্দিন আল কাদেরী প্রমুখ। এতে বক্তারা বলেন,আধ্যাত্মিকতার চর্চা এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)’র অবদান অনস্বীকার্য।পরিশেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












