আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশেনর ব্যবস্থাপনায় ওরশ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সূফি ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদীর সভাপতিত্বে আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) ৯ম বার্ষিক ওরশ শরীফ গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, হাফেজ সোলায়মান আনসারী, নুর মোহাম্মদ আল কাদেরী, আব্দুস সামাদ, ড. এস.এম বোরহান উদ্দিন, নুর মোহাম্মদ সিদ্দিকী, হাসান আল আজহারী, গোলাম মোস্তফা মো. নুরুন্নবী, মুহাম্মদ মহিউদ্দিন জহুর, মুহাম্মদ সাইফুদ্দীন জহুর, মঈনুদ্দীন জহুর ওয়াজেদী, মফজল আহমদ কাদেরী, এস. এম রিদোয়ান, মুফতি মুহাম্মদ হাসান মুরাদ, ইয়াসিন আনসারী, এমরান হোসেন, মুফতি মুহাম্মদ ফরিদুল আলম রেজভী, নুরুল হক, সেকান্দর হোসেন, ইকবাল কাদেরী, গোলামুর রহমান, মোক্তার আহমদ রজভী, মুফতী মুহাম্মদ আবু ইউসুফ হানাফী, মুহাম্মদ লিয়াকত আলী নোমানী, শেখ আহমদ মজিদি, তারেক আবেদীন, ইমরান হোসাইন আকবর, ক্বারী মুহাম্মদ ইসমাইল, হাফেজ মনিরুল ইসলাম প্রমুখ। এতে বক্তারা বলেন,ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) আদর্শ অনুসরণের মাধ্যমে জাতির কল্যাণ বয়ে আনা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।











